ইউরো কাপে সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে যারা

খেলা
শেয়ার করুন...

স্পোর্টস ডেস্ক
ইউরো কাপে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ম্যাচ কমে আসছে, খেলার সমীকরণও হচ্ছে পরিষ্কার। এরমধ্যেই বিদায় নিয়েছে দুটি বড় দল। এখনো পর্যন্ত ৫ গোল করে সবার উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বেলজিয়ামের কাছে হেরে পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় রোনালদোর গোল সংখ্যা বাড়ার আর উপায় নেই। রোনালদোর পরের স্থানটি চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক চেকের। চার ম্যাচ খেলে এই ফরোয়ার্ড করেছেন ৪ গোল। সবচেয়ে বড় কথা নেদারল্যান্ডসকে হারিয়ে তার দল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।

৩ গোল নিয়ে আছেন চারজন। এরমধ্যে জর্জিনিয়ো ভিনালদামের দল নেদারল্যান্ড বিদায় নিয়েছে, রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড গ্রুপ পর্বেই বাদ। সুইডেনের এমিল ফর্সবার্গ আর বেলজিয়ামের রোমেলো লুকাকো আসরে টিকে থাকায় তাদের সম্ভাবনা বেঁচে আছে। সূত্রঃ ডেইলি স্টার


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.