আত্রাই (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে উপজেলার আত্রাই-পতিসর সড়কের ১২বিঘা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে। জানা যায়,উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের হাঁস মুরগি ব্যবসায়ী সোহেল (৪৫) গতকাল ভোর সাড়ে ৪ টার দিকে হাঁস-মুরগি কেনার জন্য ওই সড়ক দিয়ে সাইকেলযোগে কালিগঞ্জ হাটে যাচ্ছিলেন।পথিমধ্যে ১২বিঘার মোড় নামক স্থানে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী তার পথ রোধ করে তাকে মারপিট শুরু করে। এ সময় সোহেলের নিকট রক্ষিত ২৩ হাজার টাকা ও একটি মোবাইলসেট নিয়ে তারা সিএনজি যোগে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার শিকার ব্যবসায়ী সোহেল বলেন,বিষয়টি জানানোর জন্য আমি থানায় গিয়েছিলাম। ওসি না থাকায় পরে আমাকে থানায় যেতে বলেছেন।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি তারেকুর রহমান তারেক বলেন, অফিসিয়াল কাজে আমি সারাদিন নওগাঁয় অবস্থান করছিলাম। থানায় গিয়ে বিষয়টি জেনে জানানো যাবে কি ঘটনা ঘটেছে।
এদিকে একই রাতে কাশিয়াবাড়ি মাঠ থেকে ৭ টি শ্যালোমেশিন চুরি হয়েছে বলে জানা গেছে। জানা যায়,শনিবার দিবাগত রাতে উপজেলার কাঁশিয়াবাড়ি মাঠ থেকে জমিতে পানি সেচের জন্য স্থাপিত ৭ টি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। কাশিয়াবাড়ি গ্রামের জিয়ারুল,ইব্রাহীম ও রুবেল সহ মোট ৭ জনের ৭ টি শ্যালোমেশিন চুরি হওয়ায় এলাকাবাসি উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা জানিয়েছে আত্রাইয়ে বর্তমানে আইন শৃঙ্খলার ব্যপক অবনতি দেখা দিয়েছে। এর আগে এমন অবনতি হয়নি ও একই রাতে এক সঙগে এতো মেশিন চুড়ি তেমন আমরা দেখিনি।