আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত – ১

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশির মারপিটের আঘাতে আলমগীর খন্দকার (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আলমগীর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের আলতাফ খদকারের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ৯ টার দিকে বাড়িতে জ্বালানি চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আখতারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই মারপিটে জড়িয়ে পরে। এসময় আলমগীরকে কিলঘুষি ও লাঠিশোটা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মাটিতে লুটে পড়ে। অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান নিহত আলমগীরের চাচাতো ভাই আব্দুর রহমান বুলবুল। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান বলেন একটি জ্বালানি চুলা তৈরিকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আলমগীর মারা যান। লাশ আপাতত হাসপাতালেই আছে এ ব্যাপার আইনগত প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.