শেখ ইমতিয়াজ কামাল ইমন, সংবাদদাতাঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশ সভায় জানানো হয় আগামী ৪-৭ জুন সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হবে।
ওরিয়েন্টেশন সভায় রাঙ্গামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিম,ডাঃ ইমরুল হাসান সহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আগামী ৪-৭ জুন অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এবার রাঙ্গামাটির ১০ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের মোট ৯২৫২জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ৭২৪২৫ জন সহ সর্বমোট ৮১৬৭৬ জন শিশুকে নীল এবং লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিম৷