আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, শিক্ষামন্ত্রীর ঘোষণা

জাতীয় পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ই সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে এই ঘোষণা দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। ডাঃ দিপু মনি এসময় বলেন, আগামী ১২ সেপ্টম্বর থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। বৈশ্বিক কোভিড১৯ করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে গত বছর ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.