অবৈধভাবে দেশত্যাগকালে ১২ জন বিজিবি’র হাতে আটক

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন রামগড়
অবৈধ ভাবে সিমান্ত পাড়ি দিয়ে ভারতে গমনের সময় দুই শিশুসহ ১২ জন সনাতন বাংলাদেশী নাগরিক আটক করেছে রামগড় বিজিবি’র নলুয়া ক্যাম্পের টহল টিমের সদস্যরা। ১৭ ডিসেম্বর দুপুর ১২.৩০ টার দিকে রামগড় বিজিবি ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির নায়েক সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহল টিম বাংলাদেশ- ভারত সিমান্তের মেইন পিলার ২২১১ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলুয়াটিলা নামক স্থান হতে অবৈধ ভাবে সিমান্ত পাররে চেষ্টার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশী নাগরিকদেরকে আটক করেছে।
আটককৃত ব্যক্তিরা হলো ফটিকছড়ির উত্তর দুরং গ্রামের গোপি নাথ (৫৭), পিতা-মৃত মোহন নাথ, রুপালী রানী নাথ (৪৩), স্বামী গোপি নাথ, কৃষ্ণ নাথ (২১), পিতা- গোপি নাথ, সঞ্জয় নাথ (৪০), পিতা রুপেশ কুমার নাথ, দীব্বকৃষ্ণ নাথ (১২), পিতা-শ্রী সঞ্জয় নাথ,মুক্তা দে (৪৩), স্বামী শিমুল দত্ত, ঈশিতা দত্ত (২৫), পিতা-শ্রী শিমুল দত্ত, পুষ্পিতা দত্ত (২০), পিতা-শ্রী শিমুল দত্ত, ইমাম নগর ফকিরহাট ফটিকছড়ির প্রদীপ কান্তি নাথ (৪৫), পিতা- মৃত খবেন্দ্র নাথ, অর্নব কুমার দে (৩৭), পিতা গুড়াধন দে, রাজশ্রী দেবী (৪৩), স্বামী- শ্রী অর্নব কুমার দে এবং অনির ঊর্ধ্ব দে (৪), পিতা-অর্নব কুমার দে।
সর্বশেষ বিজিবি ব্যাটালিয়ন সদর সূত্রে জানাযায়, আটকৃতদের কে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.