বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করেছে। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এর পরিচালনায় আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা, পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক কে ৫০ হাজার টাকা ও নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং হক ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করেছেন।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফরিদ বিন ইসলাম, এসআইটি এনামুল হক এবং দিনাজপুর র‌্যাব-১৩ এর সহায়তায় অভিযান পরিচালনা করেন।




বানারীপাড়া পৌরসভায় কর্মচারি নিয়োগে অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া পৌরসভায় ভোটার তালিকা ও এনআইডি কার্ডে জালিয়াতি করে বয়স কমিয়ে দুটি পদে চাকরি নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বরিশাল জেলা শাখার সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহিন রোববার (১৪ জুলাই) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব,দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান,সচিব ও বরিশালের পরিচালক,বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এ লিখিত অভিযোগ করেন। বানারীপাড়া প্রেসক্লাবে যার অনুলিপি দেওয়া হয়েছে। সাংবাদিক শফিকুল ইসলাম শাহিন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। বিভিন্ন দপ্তরে দেওয়া ওই অভিযোগ সুত্রে জানা গেছে, জালিয়াতি করে বয়স কমিয়ে পৌরসভায় পাম্প চালক পদে শ্যামল শীল ও নৈশ প্রহরী পদে মো. তাজুল ইসলাম চাকরি নিয়েছেন। অভিযুক্ত তাজুল ইসলামের বর্তমান বয়স ৪৯ বছরের অধিক। চাকরিতে যোগদানের সময় (২০২৩ সালের ২৬ নভেম্বর) তার বয়স ছিল ৪৮ বছর ৯ মাস ১৫ দিন। কিন্তু দেখিয়েছেন ৩০ বছর ১১ মাস ২৫ দিন । অভিযুক্ত শ্যামল শীলের বর্তমান বয়স ৩৭ বছরের অধিক। চাকরি নেওয়ার সময় তার প্রকৃত বয়স ছিল ৩৬ বছর ৬ মাস ২৪ দিন। কিন্তু ৩০ বছর ২ মাস ২৫ দিন দেখিয়েছেন। সরকারি চাকরিতে ১৮-৩০ বয়স সীমা নির্ধারিত থাকলেও জালিয়াতির পরেও তাদের বয়স সঠিক ছিলনা। এছাড়া নৈশ প্রহরী পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি। ওই পদে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আবেদনকারী ছিলেন। তাজুল ইসলাম বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি গ্রামের মৃত আছমত আলী বেপারীর ছেলে এবং শ্যামল শীল একই ইউনিয়নের মাছরং গ্রামের কালাচাঁদ শীলের ছেলে। এদের মধ্যে মো. তাজুল ইসলামের নাম,ঠিকানা ও বাবা-মায়ের নাম একই থাকলেও ভোটার তালিকা ও এনআইডি কার্ড অনুযায়ী তার তিনবার জন্ম হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী মো. তাজুল ইসলামের প্রথম জন্ম তারিখ ১৯৭৫ সালের ১১ ফেব্রুয়ারি। দ্বিতীয় ভোটার তালিকায় তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৯০ সালের ১ ডিসেম্বর । তৃতীয়বার সংশোধন করে তাজুল ইসলাম তার জন্ম তারিখ দেখিয়েছেন ১৯৯২ সালের ১ ডিসেম্বর । একজন মানুষের তিনটি জন্ম তারিখ নিয়ে জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে। এছাড়া একই প্রতিষ্ঠানে চাকরি নেওয়া শ্যামল শীলের নামেও দুটি এনআইডি কার্ড পাওয়া গেছে। অর্থ্যাৎ তিনিও দুই বার ধরণীতে জন্মগ্রহণ করেছেন। তার প্রথমটির জন্ম তারিখ. ১৯৮৭ সালের ২ মে । তার দ্বিতীয় এনআইডিতে তিনি জন্ম তারিখ দেখিয়েছেন ১৯৯২ সালের ২৯ ডিসেম্বর । দুটি এনআইডি কার্ডে তার,বাবা ও মায়ের নাম অভিন্ন থাকলেও ঠিকানা ভিন্ন। প্রথমটিতে ঠিকানা বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রাম ও দ্বিতীয়টিতে বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি রোড দেখিয়েছেন। সম্প্রতি বয়স জালিয়াতি করে চাকরি নেওয়ার বিষয়ে তথ্য প্রমান প্রকাশ্যে আসে। অভিযোগে উল্লেখ করা হয় একই নিয়োগে পাইপ লাইন মেকানিক পদে পৌরসভার মেয়র অবৈধ প্রভাব খাটিয়ে তার আপন ভাইয়ের ছেলে অমর শীলকে চাকরি দিয়েছেন। মো.তাজুল ইসলাম বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের ব্যক্তিগত সিএনজি গাড়ি চালক হওয়ায় মেয়রের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের সুযোগে তাজুল ইসলাম সিএনজি গাড়ি চালানোর পাশাপাশি নৈশ প্রহরী পদে বহাল তবিয়তে চাকরি করছেন। বানারীপাড়া পৌরসভার মেয়র ও নিয়োগ কমিটির সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এবং সদস্য সচিব ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন আকতারসহ নিয়োগ সংশ্লিষ্ট বোর্ডের সদস্যরা অবৈধভাবে লাভবান হয়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বয়স জালিয়াতির করে এসব চাকরি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে একই চক্র পৌরসভায় একইভাবে আরও কয়েকটি পদে কর্মচারী নিয়োগের জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে চাহিদাপত্র প্রেরণ করেছেন। অথচ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের প্রায় দেড় কোটি টাকা বেতন-ভাতা ও প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এদিকে দেশের অন্যসব জনপ্রতিনিধি দিনে অফিস করলেও ব্যতিক্রম বানারীপাড়া পৌরসভার মেয়র। অভিযোগে উল্লেখ করা হয়েছে দুই মেয়াদে নির্বাচিত পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল দিনভর বরিশাল আদালতে তার আইনী ব্যবসায় ব্যতিব্যস্ত থেকে গত ৮ বছরের অধিক সময় ধরে রাতে অফিস করায় কর্মকর্তা-কর্মচারিসহ পৌরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেয়র প্রতিদিন সাঝের বেলায় পৌরভবনে এসে রাত ৮-৯ টা পর্যন্ত অফিস করে আবার বরিশালের বাসায় ফিরে যান। পৌরসভার বয়স্ক ও নারী নাগরিকদের রাতে মেয়রের কাছে কোন কাজে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। পৌরসভার নাগরিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম শাহিন জনস্বার্থে এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সচেতন নাগরিক হিসেবে পৌরসভায় কর্মচারি নিয়োগসহ নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় ও দুদকসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেছেন বলেন জানান।
এসব অভিযোগের বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন আকতার কোন মন্তব্য করতে রাজি হননি। এ প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, নিয়োগসহ যা কিছু হয়েছে সব বিধিসম্মতভাবে হয়েছে, কোন অনিয়ম হয়নি। বরিশাল ও ঢাকায় প্রায়ই বিভিন্ন মিটিংয়ে তাকে অংশগ্রহণ করতে হয় জানিয়ে রাতে অফিস করার বিষয়ে তিনি বলেন,তার কাজ করতে গিয়ে অনেক সময় রাত হয়ে যায়




৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধি:
সোমবার (১৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি),সাভার ঢাকায় চলমান ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের জেলা পুলিশ জামালপুরের কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো পর পরিচয় পর্ব শেষে নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং জামালপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন ও ভিডিও চিত্র প্রদর্শন করেন।

মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

মতবিনিময় সভায় জামালপুর জেলার ইতিহাস ও জামালপুর জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানার বিভিন্ন কার্যক্রম ও সেবা, পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও জামালপুর জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত);মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর;সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর সহ বিভিন্ন ক্যাডারের ১২ জন বুনিয়াদি প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ।




ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

মো: আরিফুল ইসলাম ফুলবাড়ী প্রতিনিধি দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
১৪ জুলাই সকাল অনুমান ০৭.৪০ মিনিটের দিকে, ফুলবাড়ী পৌরসভার ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারকোনা মোড় সংলগ্ন নিরিবিলি মুন্সি হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান এর নির্দেশক্রমে এসআই মোঃ আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ১। শ্রী ষষ্ঠী পাহান (৩৪), পিতা- অজিত পাহান, মাতা- রায়মুনি পাহান, গ্রাম- চকপাড়া, ২। মোঃ শান্ত (২৮), পিতা- মোঃ বাবু, মাতা- মোছাঃ রেহেনা গ্রাম- পূর্ব পাড়া, উভয়ের থানা- বিরামপুর,জেলা-দিনাজপুর।
থানা পুলিশ সূত্রে জানা গেছে তারা দুইজন যোগসাজেস করে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরীর কাঁচামাল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করার অপরাধে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে- ৩৬(১) সারণি’র ২৬/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেই, অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করে ফুলবাড়ী থানা থানা পুলিশ।
মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত থাকবে মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।




সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেট
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে শাখা’র উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুন লন্ড‌ন আগম‌নে ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অ‌ভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ক‌রেন যুগ্ম আহবায়ক হেলেন ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ‌্য শাখা ক‌মি‌টির সম্মা‌নিত উপদেষ্টা ও বি‌শিষ্ট ক‌মিউনি‌টি ব‌্যক্তি আব্দুল আহাদ চৌধুরী, বাংলা‌দে‌শে জন‌প্রিয় ফোক ও আধ্যাত্মিক গা‌নের সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও ক‌্যাম‌ডেন সি‌টির সাবেক মাননীয় মেয়র নাসিম আলী ও‌বিই, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও ক‌মিউনি‌টি ব‌্যক্তি গয়াছ মিয়া গিয়াস, ক‌মিউনি‌টি নেত্রী লিনা চৌধুরী, ‌বি‌শিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন।

ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, আনোয়ার খান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ, বাবুল মিয়া, নজরুল ইসলাম সহ যুক্তরাজ‌্যে বি‌ভিন্ন ক‌মিউনি‌টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে।

‌দে‌শে এবং বি‌দে‌শের মা‌টি‌তে সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সকল মান‌বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে–প্রতিমন্ত্রী পলক

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাষ্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারে সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে। এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তিনি শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়ায় “শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া এবং আইটি ইন্ডাষ্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে এর মাধ্যমে। ফলে আইটি/আইটিইএস খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলার আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে কার্যক্রম শুরু হবে। এটি চালু হলে ঠাকুরগাঁওয়ের তরুন-তরুণিরা প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবে। ডলার আয়ের জন্য আর বিদেশে পারি দেওয়ার প্রয়োজন নেই। আর এই তরুণ প্রজন্মের হাত ধরেই আমরা ২০৪১ সালেল মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতার এই যুগে তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এজন্যই একটি প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তূলতে কাজ করে চলেছে। ঠাকুরগাঁওয়ে যে গতানুগতিক ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়ে এসেছে আমাদের ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি করে আইটি ইন্ডাষ্ট্রিতেও এখন ঠাকুরগাঁওবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো। এর মাধ্যমে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি (গ্রেড-১), প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মিথুন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে। মোট ২ দশমিক ১৮ একর জায়গা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া মৌজায় এটি নির্মিত হচ্ছে। ঠাকুরগাঁও সহ ১৩টি জেলায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা।

অপরদিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘হার পাওয়ার” শীর্ষক প্রকল্পের আওতায় জেলার ২৬৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।




সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার এম,এন মুর্শেদ’র মতবিনিময়

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে “মিট দ্যা প্রেস” মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার এম.এন মোর্শেদ । আজ ১৩-০৭-২৪ (শনিবার) দুপুরে পুলিশ সুপারের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিদের (সাংবাদিকদের)সাথে পরিচিত হন এম.এন মুর্শেদ। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের কাছেই সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় গনমাধ্যমকর্মীদের সংগঠন একাংশের সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ সেরগুল আহমেদ,সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দ, মোহনা টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, এবং বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি এম আর সজিব। পুলিশ সুপারকে চোরাচালান, বালু-পাথর লুট, ইভটিজিংসহ শিশু হারানোর গুজব সম্পর্কে অবহিত করেন।
জেলায় এ সকল অপকর্ম বন্ধে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, আমি সবেমাত্র সুনামগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেছি। এ জেলার চোরাচালানের খবর জানতে পেরে ইতিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া ইভটিজিং বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। স্কুল-কলেজের সামনে যাতে বখাটেরা ঘুরে বেড়াতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও উচ্চ শব্দে হর্ণ বাজালে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শিশু হারানোর যে গুজবটা রটেছে সেটা নিয়ন্ত্রনে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ। সুনামগঞ্জ জেলাকে একটি আধুনিক জেলা হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ গণমাধ্যমকর্মীরা।




রাউজান নোয়াপাড়ায় শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় শ্রী শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।১২ জুলাই শুক্রবার শ্রী গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ঊষা কীর্তন, গীতা পাঠ, জগন্নাথ দেবের পূজা, ভোগ আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান,জগন্নাথ দেবের লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ,কেক কর্তন ,প্রসাদ বিতরণ সহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে এক উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে এই উৎসব। এই সময় মন্দির প্রাঙ্গনে নারী, শিশু সহ প্রচুর ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের সভাপতি রুবেল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শয়ন দের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার তপন মল্লিক, শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের শিক্ষক সাওন দে, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুপণ বিশ্বাস,নিশান, বিশাল,জয় দে,জিকু, অভিজিৎ ভট্টাচার্য, বাপ্পী, অর্ক দে,রিমেল সহ শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ। উল্লেখ্য যে,শ্রী গৌরাঙ্গ গীতা বিদ্যাপীঠের উদ্যোগে প্রতি শুক্রবার সকাল ৯ টায় বিনামূল্যে গীতা শিক্ষা দেওয়া হয়।




ফুলবাড়ী ব্লাড ব্যাংক এর অসুস্থ সদস্য শাহাদাত কে দেখতে হাসপাতালে ফুলবাড়ী ব্লাড ব্যাংক টিম

মো:আরিফুল ইসলাম ফুলবাড়ী প্রতিনিধি দিনাজপুর
ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সহ-সাধারন সম্পাদক শাহাদতের অপারেশনের পর,তার খোঁজখবর নিলেন ফুলবারী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা সাংবাদিক আল আমিন বিন আমজাদ,
সভাপতি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম আরিফ,
সহ-সভাপতি মোঃ সামিউল ইসলাম
সাধারণ সম্পাদক মো;অপু আহমেদ সনি
আল্লাহর রহমতে এখন সে সুস্থ আছে।
এ বিষয়ে সভাপতি আরিফুল ইসলাম জানান,””শাহাদাৎ একজন একটিভ সেচ্ছাসেবী এবং সে বর্তমানে পরীক্ষার্থি আমরা টি এম হেলথ কেয়ার এ কথা বলেছি,,ওনারা যেনো শাহাদাৎ এর ব্যাপারে সর্বোচ্ছ সহযোগিতা করেন।সবাই তার জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ।””




বগুড়া শেরপুরে কিশোর তামিমকে ধর্ষনের পর হত্যা: হত্যাকারী আসামী গ্রেফতার

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের দক্ষিন আমইন এলাকায় স্কুল ছাত্র তামিম হত্যার ঘটনায় ডিবি ও থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জুলাই শুক্রবার ভোর রাতে হত্যার আসামী এমদাদুল হক (২২) কে গ্রেফতার করেছে । জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন আমইন গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে এমদাদুল হক একই গ্রামের জনৈক মান্নানের পুকুর গরুর খামার দেখাশোনা করে। গত ১০ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে নিহত তামিম ওই পুকুরপাড় থেকে কিছু মাছের খাবার নেয়। বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে তাকে ধর্ষনের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তাকে ধরিয়ে দেখায়। সেই ভয়ে তামিম তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়। পরে পাড়ের একটি ঘরে শিশুটিকে ধর্ষন করলে তার মলদ্বার ফেটে গিয়ে রক্ত বের হয়। রক্ত দেখে তামিম চিৎকার করলে ধর্ষক তার গলা চিপে ধরে। এতেও তামিম চিৎকার না থামালে গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। পরে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে ওই পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের হলে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে দক্ষিন আমইন এলাকার ওই পুকুরপাড় থেকে এমদাদুলকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।