অনলাইন ডেস্কঃ পশ্চিম হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এতে ক্যারিবিয়ান দেশটিতে বেশ কয়েকজনের মৃত্যু এবং ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পটি রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পেটিট ট্রু ডি নিপ্পেস শহর থেকে ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে আঘাত হানে।
হাইতির ডিরেক্টর অব সিভিল প্রোটেকশন জেরি চ্যান্ডলার সংবাদ সংস্থাকে এএফপি জানান, আমি এটুকু নিশ্চিত করছি যে সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। কিন্তু, আমার কাছে কোনো সঠিক সংখ্যা নেই। আমরা এখনো তথ্য সংগ্রহ করছি।
চ্যান্ডলার জানান, দেশের ইমার্জেন্সি অপারেশন সেন্টার চালু করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সেখানে যাচ্ছেন।
ইউএসজিএস সুনামি সতর্কতা জারি করে জানিয়েছিল, হাইতির উপকূল বরাবর তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত ঢেউ আছড়ে পড়বে পারে। তবে, দ্রুত তারা সেই সতর্কতা তুলে নেয়।
হাইতি এবং পার্শ্ববর্তী ক্যারিবিয়ান দেশগুলোতে এই ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে বসবাসকারী ক্রিস্টেলা সেন্ট হিলায়ার এএফপিকে বলেন, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষ মারা গেছে এবং কেউ কেউ হাসপাতালে আছে। সবাই এখন রাস্তায় আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.