অনলাইন ডেস্কঃ শনিবার (২৯ মে) সকাল ১১ টায় খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা যৌনপল্লীতে ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । তাদের দাবিসমুহের মধ্যে রয়েছে, কেবলমাত্র ত্রাণ নয়, পশুর নদীর উপকূলে বানিয়াশান্তায় টেকসই বাঁধ নির্মাণ, সকল যৌন পল্লীর নারীদের জন্য স্বামী পরিত্যাক্তা ভাতা প্রদান, পেশায় অক্ষম যৌনকর্মীদের জন্য বয়ষ্কা ভাতা, সারা দেশের সরকারি তালিকাভুক্ত সকল যৌনকর্মীদের জন্য মাসিক রেশন, যৌন পল্লীর শিশুদের জন্য অতি সত্তর শেল্টার হোম ও যৌন পল্লীর বয়ষ্কা মহিলাদের জন্য সরকারি বাসস্থান প্রদান।
মানববন্ধনে তারা বলেন, এই পেশায় আমরা কেউই ইচ্ছা করে আসিনি। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমরা এখানে এসেছি। আমাদের কোন সামাজিক মর্যাদা নাই। সমাজের অনেক মানুষ এখানে আসে, আবার চলে যায়, কিন্তু আমাদের কথা কেউ মনে রাখে না। আমরা যেন সমাজের ভাসমান শেওলা। আমাদের কথা কেউ ভাবে না। এই ঝড় জ্বলোচ্ছাসে আমরা বেঁচে আছি নাকি মারা গেছি সে খবরও নেওয়ার কেউ নেই। ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে- অনেকের ঘর ভেঙে গেছে। রান্নার জন্য নেই কোন ব্যবস্থা৷
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.