জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার হতে সেই অজ্ঞাত মহিলাকে উদ্ধারের ৭দিন পেরিয়ে গেলেও তার পরিচয় মেলেনি। গত ৩০ জুলাই তাকে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২৫ জুলাই সকাল ১০.০০ ঘটিকার দিকে ইমামবাড়ি বাজারের ব্যাবসায়ী মোঃ ফজলে লোহানী রবিনের দোকানের সামনে স্থানীয়রা ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলাকে দেখতে পান। পরে ফজলে লোহানী ও স্থানীয়রা মহিলাকে জিজ্ঞাসাবাদ করিলে সে তার নাম ঠিকানা বলতে পারেনাই এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
উক্ত মহিলার আত্নীয় স্বজনকে ও উক্ত মহিলাকে কেউ চিনে থাকলে নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জণ্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.