অনলাইন ডেস্কঃ বৈশ্বিক জ্বালানী ইস্যুকে রাজনীতিকরণ না করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাবধান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোকে জবাব দিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান তেল ক্রয়কারী দেশগুলো যৌথ প্রচেষ্টা হাতে নেয়ার পরই পুতিন এই সাবধান বার্তা দিলেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যেকার চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্যারেল প্রতি তেল এখন বিক্রি হচ্ছে ১১৬ মার্কিন ডলারে! তাই দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আহবান জানিয়ে বলা হয়েছিল সৌদি আরব যাতে তেল উৎপাদন বাড়িয়ে দেয়। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ক্রাউন প্রিন্স সালমান। এ খবর দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, এক ফোনালাপে তেলের উৎপাদন নিয়ে রাজনীতি না করতে বিন-সালমানকে সাবধান করেন পুতিন। ওই ফোনালাপ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে ক্রেমলিন।
এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানী সরবরাহ নিয়ে রাজনীতি করা হবে অগ্রহণযোগ্য। ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তাই ব্যক্ত করেছেন পুতিন। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার কথাই বলেছেন ক্রাউন প্রিন্স। এছাড়া সৌদি নেতৃত্বাধীন ওপেক ও রুশ মিত্রদের মধ্যেকার সমঝোতা রক্ষা করার গুরুত্বও তুলে ধরেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.