এম আর সজিব সুনামগঞ্জ:
জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে আগামী ২৯ অক্টোবর জেলার ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষাটি হবে ১০০ নম্বরের, সময় তিন ঘণ্টা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি উপজেলা ট্যাগ অফিসাররা সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন।
সভায় জানানো হয়, এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, বিদ্যালয়গুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ, বিষয়ভিত্তিক দুর্বলতা ও শক্তির বিশ্লেষণ করা যাবে। এতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্ধারণ করা হবে, যা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন মাস আগে থেকেই বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে সিলেবাস প্রণয়ন করে সকল বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। ক্লাস্টারভিত্তিক শিক্ষক পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হবে। ইতোমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং ফলাফল প্রক্রিয়াকরণের জন্য বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতেই এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর আগে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এর সফল বাস্তবায়ন হয়েছে, যা প্রাথমিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.