ময়মনসিংহ সংবাদদাতাঃ
ভয়াবহ বন্যায় কবলিত সিলেটের সুনামগঞ্জের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহের ভালুকার কৃতিসন্তান আলোকিত মানবিক ব্যক্তি হিসেবে খ্যাত দানবীর এম.এ ওয়াহেদ বিপুল পরিমান ত্রানসামগ্রী নিয়ে সুনামগঞ্জে যাচ্ছেন।
২১জুন মঙ্গলবার দুপুরে তিনি বিভিন্ন ইউনিভার্সিটি ও ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি ত্রানসহায়তা বিশেষ টিম ও ২৫লক্ষ টাকার ত্রানসামগ্রী নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য রওনা হন।
সিলেট সুনামগঞ্জে অসহায় ৫হাজার বানবাসী মানুষকে শুকনো খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি প্রদান করবেন।
এ ব্যাপারে এম,এ ওয়াহেদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, সিলেটবাসীর চরম দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে তার কর্তব্য বলে মনে করে তিনি তার সাধ্যের মধ্যে যা করণীয় তা নিয়ে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছেন। সেই সাথে তিনি সমাজে যারা ভিত্তবান তাদের প্রতি আহ্বান জানান বানবাসী মানুষের পাশে দাঁড়াতে।
এম এ ওয়াহেদ গেল ২ধাপে করোনা সময় করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান করেন।
এছাড়াও ভালুকার পশ্চিম এলাকায় কয়েক হাজার অসহায় মানুষকে নিজের অর্থে জমি ক্রয় করে গৃহ নির্মান এবং মযজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ-লক্ষ টাকা দান-অনুদান প্রদান করে নিঃস্বার্থ একজন দেশ প্রেমিক হিসেবে এলাকায় শুনাম কুড়িয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.