সিংড়া ( নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় খলিল আলী (৪০) নামে একজন হেলপার নিহত হয়েছে। সে বগুড়া সদর উপজেলার আশোকোলা গ্রামের মৃত চান্দুর পুত্র।
(২৩ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৬ টার সময় নাটোর - বগুড়া মহাসড়কের লাল ব্রীজ এলাকায় ঝটিকা গাড়ির নিচে চাপা পড়ে এ ঘটনা ঘটে। গাড়ি নং ঢাকা -ব - ১১-৪০০৬
জানা যায়, নাটোর থেকে ঝটিকা পরিবহনের একটি গাড়ি বগুড়া যাবার পথে অসাবধানতার কারনে গেটের কাছে থাকা হেলপার পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.