মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহছেন উদ্দিন। উদ্বোধক হিসেবে ছিলেন দুদক জামালপুরের উপ-পরিচালক মোঃ আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিঞা।
প্রতিযোগিতায় সরিষাবাড়ী সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, চিলড্রেনস হোম পাবলিক স্কুল, বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিল প্রথম পর্বে “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি নির্মুল করা কোন ক্রমেই সম্ভব নয়” চূড়ান্ত পর্বে “দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার মূল কারনই দুর্নীতি”।
এতে যুক্তিতর্তে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় রানার্সআপ এবং চিলড্রেনস হোম পাবলিক স্কুল চ্যাম্পিয়ান হয়। পরে অংশগ্রহনকারী সকল বিতার্কিকদের মাঝে শিক্ষা উপকরণ, রানার্সআপ ও চ্যাম্পিয়ানদের মাঝে ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.