হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জাঁকজমকপূর্ণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান "এসো মিলি সন্ধ্যায়" মোঃ মুশফিকুর রহমান, অফিসার ইনচার্জ, সরিষাবাড়ী থানা, জামালপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য পুলিশ সদস্যরা দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যানে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করে সরকারি দায়িত্ব পালন করেছেন।
তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে সরিষাবাড়ী থানা পুলিশের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন।
এসময় স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগন এবং সরিষাবাড়ী থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.