আববাস উদ্দিন (সরাইল প্রতিনিধি)।
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আকর্ষনীয় ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ছিল সরাইল উপজেলা সদরের সৈয়দ টুলা গ্রামের পূর্ব হাফিজ টুলার বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ। খেলাটি পরিচালনা করেন রেফারি শফিকুর রহমান শফিক, আব্দুল মতিন মাস্টার ও মাসুম মিয়া। খেলায় উপস্থিত ছিলেন আব্দুল শুক্কুর সর্দার সেলিম খান, আব্বাস উদ্দিন, কামাল খন্দকার প্রমূখ। খেলাটি মনোমুগ্ধ কর ছিল। ফুটবল প্রেমিরা ধৈর্য্যসহকারে খেলাটি উপভোগ করে। খেলার শেষার্ধে অবিবাহিতরা ১-০ গোলে জয় লাভ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.