শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গামাটি সংবাদদাতাঃ সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ বিষয়ে প্রচারাভিযান ও গনশুনানী বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় লিগ্যাল এইড অফিসের উদ্যোগে রাঙ্গামাটি সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ।
এ সময় সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ বলেন, বিনা খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পাওয়ার সরকার লিগ্যাল এইডের মাধ্যমে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি গনশুনানীতে অংশগ্রহণকারী ছাত্র - ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.