নিজস্ব প্রতিবেদক:-
আজ ৮ ই মার্চ দুপুরে কুমিল্লা ময়নামতি সমেশপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী, (সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামী রাজুর ব্যবসায়িক পার্টনার) কুখ্যাত সন্ত্রাসী মেহেদী হাসান রিয়াদ, আজহার, সাইফুল ও তাদের সহযোগী ৭/৮জন পূর্ব পরিকল্পিত ভাবে কুমিল্লা সদর উপজেলার শেখ কামাল ক্রিড়াপল্লী সংলগ্ন মাঠের দক্ষিণ পাশে গোমতী বাঁধের ওপর হামলা করে সাংবাদিক মাহফুজ বাবুকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.