মারুফ আলম, শেরপুর থেকেঃ শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাছের প্রজেক্ট থেকে জিবরাইল (৩০) নামে এক যুবকের লাশ উদ্দ্বার করেছে পুলিশ।
আজ (১৩ই মে) উপজেলার মুন্সিপাড়া কাজির প্রজেক্ট নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত জিবরাইল ওই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।
এলাবাসী সুত্রে জানা যায় গত কাল বৃহস্পতিবার বিকেলে লুঙ্গি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে নিখুজ, পারিবারের লোকজন অনেক খুজাখুজি করেও তাকে পায়নি৷
পরে শুক্রবার সকালে স্থানীয়রা কাজির প্রজেক্ট পুকুরে জিবরাইলের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশ কে খবর দয়, খবর পেয়ে পুলিশ লাশ উদ্দ্বার করে থানায় নিয়ে যায়৷
জিবরাইলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মতম৷ মৃত্যু কালে সে ২ কন্যা ও এক স্ত্রী রেখে গেছেন।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কোমার বিশ্বাস বলেন, আমরা লাশ উদ্দ্বার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি, মময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন। তারপর পরবর্তি আইনি ব্যাবস্থা নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.