আল-হুদা মালী, শ্যামনগর:
স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময় , এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে এস ডি আর আর প্রকল্প ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার ( ১০ মার্চ ) বিকাল ৩ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘ ক্লাবের চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাবের হল রুমে আলোচনা সভায় অংশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সভাপতি জাহিদ আনোয়ার (সোহাগ)। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। এসময় উপস্থিত ছিলেন, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সদস্য বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.