শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরের শ্রীবরদীতে বিদুৎ স্পৃষ্ট হয়ে শাহাজাহান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ৩০ জুন সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের জানকিখিলা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান মিয়া জানকিখিলা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়,
বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়া তার নিজ বাড়ির পাশে পানির মটরের বৈদ্যুতিক তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে শাহাজাহান মিয়ার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.