বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, শুধু বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও বিএনপি কোনো নির্বাচনে যাবেন না। বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও নিন্দা জানান, বিএনপি মহাসচিব।
সোমবার (৩ অক্টোবর) দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কোনো শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন না এটা তার পরিবারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে আটকে রেখেছে।
চিকিৎসায় বাধা দেয়া সংবিধান লংঘন ও বেআইনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপি গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে, বাধা এলে গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করা হবে।
বিভি
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.