তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা )
মাদক, জঙ্গিবাদ,ইভটিজিং, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধ রোধে ভোলার তজুমদ্দিনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তজুমদ্দিন থানার আয়োজনে সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষকদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে ছাত্র-ছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যবহারে ছাত্র ছাত্রীদের সতর্ক এবং সচেতন থাকতে হবে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবানও জানান ওসি মুরাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিট অফিসার এসআই রাজিব বড়ুয়াসহ স্থানীয়রা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.