অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের নতুন নাম ঠিক করলো তালেবান, শিগগির আসছে ঘোষণা
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে। দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। সোমবার (১৬ আগস্ট) আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান।
রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হয়েছে। তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন। সে যাই হোক এবার দেশের নাম বদলে দিতে যাচ্ছে তালেবান।
দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’। দেশটির বর্তমান পুরো নাম ‘ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান’।
শিগগির দখল করে নেওয়া কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দেবেন তালেবান নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.