এম,নুরুননবী চৌধুরী সেলিমঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বানিয়াচোঁ এলাকায় কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রিলাক্স বাসের যাত্রীরা বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেল রিলাক্স বাসের যাত্রীরা। স্থানীয় লোকজন জানায় চাঁদপুর গামী রিলাক্স (ঢাকা মেট্রো -ব ১৪-৭৭৫৮ ) বাসটি বানিয়াচোঁ এলাকায় তাঁর নিজ সাইড দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আশা কুমিল্লা গামী একটি বাস চাপ দেওয়ায় রিলাক্স বাসটি দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হয়। ওই বাসটিতে ২৮ থেকে ৩০ জন যাত্রী থাকলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও শাহরাস্তি মডেল থানার উপ পরিদর্শক এ(সআই) মোঃ জুলফিকার আলী, সঙ্গীয় ফোর্স চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়। এ বিসয়ে রিলাক্স বাসচালক জয়নাল আবেদিন জানান ওপরদিক থেকে বোগদাদ বাস একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে রিলাক্স বাসকে চাপ দিলে এই দুর্ঘটনা শিকার হয়। যাত্রীরা সম্পূর্ণ সুস্থ এবং কেউ আহত হয় নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.