দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের।
নিখোঁজের আটদিন খালের নালাতে মাটির স্তুপের নিচে চাপা দেয়া অবস্থায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রলয় দাস প্রার্থর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার আছানপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে।
বুধবার (২৪,জানুয়ারি) উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশে ছামটি নদীর পাড়ে বেড়িবাঁধের পাশে একটি খালের নালাতে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা এই নালাতে মাটির স্তুপের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
এরপূর্বে গত ১৭ই জানুয়ারি বুধবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। পরে নিখোঁজের চাচা শাল্লা থানায় সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় এলাকাবাসীর বরাদ দিয়ে উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল জলিল জানায়, বুধবার ২৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে ঐ নালাতে স্থানীয়রা শিশু বাচ্চার লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশটি মাটির নিচে থেকে মাটি খুঁড়ে তুলা হয়। নিহতের পরিবার প্রলয় দাস (প্রার্থর) লাশটি সনাক্ত করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার এএসপি (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সি। এ বিষয়ে তিনি জানিয়েছেন, এই বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.