দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের
১৯ নভেম্বর( রবিবার) বেলা ৪ ঘটিকায় ( শাল্লা সদরস্হ অস্থায়ী কার্যালয়ে
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখার উদ্যোগে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা রানী তালুকদারের সঞ্চালনায় কমরেড শ্রীকান্ত দাশের ১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভায় আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার পরিশেষে কমরেড শ্রীকান্ত দাশের সুযোগ্যপুত্র লন্ডন প্রবাসী সুশান্ত দাশ প্রশান্ত উদীচীর সদস্য সংগীত শিল্পী বাহারা গ্রামের দরিদ্র পরিবারের রামধন দাশ কে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিতি ছিলেন উদীচীর সিনিয়র উপদেষ্টা আজমন গনি তালুকদার , উপদেষ্টা রবীন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী ,সহ সম্পাদক জয়ন্ত সেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লিজন চন্দ্র চৌধুরী , সংগীত বিষয়কসম্পাদক ইন্দ্রজিৎ দাস, অর্থ সম্পাদক শর্বরী মজুমদার, কমরেড শ্রীকান্ত দাশের কন্যা কল্পনা রানী দাশ, ৩ য় কন্যার নাতনি ঊর্মী তালুকদার, শিল্পী হারুন মিয়া,অদুদ মিয়া সহ উদীচীর সকল সদস্যবৃন্দ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.