১০ অক্টোবর ২০২৩ ইং (মঙ্গলবার) আরএমপি'র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয় শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরিদর্শনের সময় শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার বলেন, ''আমাদের লক্ষ্য বিশ্বমানের সুনাগরিক হওয়া'' এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে পাঠদানসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী'র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলীসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.