হাজী কাজী নজরুল ইসলামঃ
এক শত আঠারো বছর পরেও যাঁর নাম
মানুষের মূখে মূখে।
তাঁর মৃত্যু হয়েছে কেমনে বলিব আমরা
ওমর তুমি মানুষের বুকে।
শিক্ষার আলো সূচনা করিয়াছো তুমি
লাকসাম সহ সারা দেশ।
তোমার অবদান ভুলিবনা আমরা-----
যতক্ষণ না, প্রাণ হয় শেষ।
মসজিদ, করিয়াছো আজিও আযান হয়
মাদ্রাসা পুল কালভাট।
কলেজ করিয়াছো লাকসাম কুমিল্লায়--
আজিও রয়েছে জমজমাট।
কত মেধাবী জন্ম প্রজন্মের সমাহারে
দুনিয়ার শোভায় কাজে।
জীবন জিবীকায় জ্ঞানী হইয়া ওরা
ইসলাম কে প্রসার করে।
ভালো কাজে আজ তোমার নজরে
লাকসাম হয়েছে আলো।
তাইতো মানুষ, তোমার মূল্যায়নে--
স্বরণের সাধনায় মাতো।
অনন্তকাল রহ জান্নাতে উচ্চমাকামে
ইহাই কামনা করি।
তোমার গুনের কৃতজ্ঞতা প্রকাশিয়া
তোমাকেই অনুস্বরন করি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.