লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের দক্ষিণ মুশরত মাদাতীর জহরপাড়া কেন্দ্রীয় জামে মসজীদের দ্বিতীয় তলা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ ( এম.পি )৷
রবিবার ১৭জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা যে কথা দেয়, সে কথা বাস্তবায়ন করেন৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুজ্জামান আহমেদ সফল উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জ, মোঃ আব্দুল মান্নান (উপজেলা নির্বাহী অফিসার) মোঃ গোলাম রসুল (অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা), মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব চেয়ারম্যান (২ নং মদাতী ইউনিয়ন পরিষদ) ও স্থানীয় নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.