মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা মসজিদ বাড়ি থেকে তিন বস্তায় রক্ষিত ৩৪ কেজি গাঁজাসহ আহমেদ ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে ঘরের সিলিংয়ের উপর থেকে এক বস্তা গাজা জব্দ করে পুলিশ। পরে পুলিশ দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে আরো দুই বস্তা গাঁজা জব্দ করে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক কিশোর কুমার দে, সহকারী উপ-পরিদর্শক ফয়েজ আহমদ অভিযানে অংশ নেন।
এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.