রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে কুমিল্লার লাকসাম উপজেলায় দক্ষিণ বাইপাস রোডে অবস্থিত ফেয়ার হেলথ্ হসপিটাল (শান্তা হসপিটালের)১৭ বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৫ ই নভেম্বর ২০২৩ ) হসপিটাল ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজনের মধ্যে দিয়ে ফেয়ার হেলথ্ হসপিটালের ইউনিট ২ হল রুমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ সময় ফেয়ার হেলথ্ হসপিটাল এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক , চিকিৎসক, নার্স সহ লালমাই,নাঙ্গলকোট, মনোহরগঞ্জ থেকে আগত অতিথি, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী, লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোঃ আবু বাকারের সভাপতিত্বে দোয়া মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার আলীম উল্লাহ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেলিম মীর, পরিচালক রমিজ উদ্দিন, রাজীব সাহা, মীর শাহ ইমরান নোমান, রমজান আলী রঞ্জু,
দোয়া মিলাদ ও আলোচনা সভায় পরিচালকবৃন্দরা বলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। হাসপাতালের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সকলের সহযোগীতা ও অনুপ্রেরণা এত লম্বা পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে।
এসময় হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটি যেন বিগত দিনের ন্যায় আগামীতেও সামনে এগিয়ে যেতে পারে এবং আরও বড় পরিসরে ভবিষ্যতে সেবাদান কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া ও সহযোগিতা সকলের নিকট কামনা করেন।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন, হাফেজ মোঃ আবু তাহের। পরে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.