জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে লাকসাম পৌর এলাকায় দুই দিন ব্যাপী "গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫" অনুষ্ঠিত হয় । গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কতৃক আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীতে পৌরসভা পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকের হোসাইন। তিনি বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। পরিবেশ দিবস উপলক্ষে পৌরসভা কর্তৃক সচেতনতামূলক সভা, গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ইপসার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও পৌরসভা এ ধরনের কার্যক্রমে সবসময় পাশে থাকবে।”
দুই দিনব্যাপী এ কর্মসূচিতে লাকসাম পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্নআয়ের কমিউনিটিতে প্রায় ৫ প্রজাতির প্রায় ৭০০ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। এতে অংশগ্রহণ করে লাকসাম পৌরসভা, লাকসাম থানা, ফায়ার সার্ভিস, স্থানীয় অভিযোজন কমিটি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং কমিউনিটি মোবিলাইজাররা।
কমিউনিটি পর্যায়ে উক্ত কর্মসূচিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় অভিযোজন কমিটির সদস্যগণ এলাকার মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিজ নিজ এলাকায় গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও রোপিত গাছের পরিচর্যার ব্যাপারে স্থানীয়দের সচেতন থাকতে আহ্বান জানান। কমিউনিটির বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন,যা লাকসাম পৌরসভাকে একটি সবুজ ও টেকসই শহর গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন আয়োজকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.