লাকসাম প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রো বাসের ধাক্কায় নিহত হয়েছেন লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজের অনার্সের ছাত্র তানভীর হোসেন সাজ্জাদ (২২)। ১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, তানভীর হোসেন সাজ্জাদ রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সাজ্জাদের বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামে। তার বাবার নাম মাওলানা মজিবুর রহমান। সাজ্জাদ লাকসাম আল আমিন ইনস্টিটিউট থেকে এসএসসি ও ইবনে তাইমিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। মৃত্যুর সময় তিনি লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত তানভীর হোসেন সাজ্জাদ এক ভাই ও এক বোন ছিলেন।
একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের মা সাজেদা আক্তার ও তার বাবা মাওলানা মুজিবুর রহমান কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.