সারিয়া চৌধুরী:
লাকসামে উপজেলা কারাতে একাডেমির খেলোয়াড়দের বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু-নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মাদ উল্লাহ সবুজ, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল-আহারা এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা।
প্রধান অতিথি নার্গিস সুলতানা তাঁর বক্তব্যে বলেন, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা গঠনে কারাতে চর্চার ভূমিকা অনন্য। ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলাবোধ, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। লাকসাম কারাতে একাডেমির এই উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় তিনি কারাতে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গ্রেডের বেল্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে একটি সংক্ষিপ্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে নবীন ও অভিজ্ঞ শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.