স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে মাদকবিরোধী যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
লাকসাম আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে রাজঘাট এলাকায় মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার (৪০) ও মো. বাবলু (৪০)–এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
পরে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত বাবলুকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং দেলোয়ারকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
অভিযান চলাকালে বাবলুর হালকা হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উভয়কে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.