লাকসাম প্রতিনিধি: লাকসাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, সাপ্তাহিক কুমিল্লার নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার স্টাফ রিপোর্টর মো: জাফর আহমদের ২য় ছেলে মোঃ সাইফুল ইসলাম লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে এইচএসসি ২০২২ইং পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে উত্তর্ীন হয়েছে।
সে বিগত ১০ম শ্রেণী, ৮ম শ্রেনী ও পঞ্চম শ্রেণির পরিক্ষায় গোলন্ডেন এ+ পেয়ে সফলতার সহিত উত্তর্ীন হয়েছে।
তার বাড়ী লাকসাম উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামে।
মো: সাইফুল ইসলামের সফলতার জন্য পরিবারের পক্ষ থেকে মাতা মোসা: সামছুন নাহারসহ লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য সকলের দোয়া কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.