সেলিম চৌধুরী হীরা:
লাকসামে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে স্থানীয় রিকশা-অটোরিকশা চালকদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মীর মো. আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন নুপুর যুব নারী কল্যাণ সমিতির সভাপতি নাজমুন্নাহার নুপুর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি তাহমিনা মাহবুব শিউলি, পিএফজি এম্বাসেডর মো. সিরাজুল হক, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই ঝন্টু চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদ, স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিনিধি মাহাবুব দিদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, মানবতার তরে মানবপ্রেমি সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব, টিআইএস আশিক মজুমদার মন্ডলসহ অন্যান্য বক্তারা।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহনের নিয়মকানুন মানা, নির্ধারিত রুট মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ফেয়ার হেল্থ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত রিকশা-অটোরিকশা চালকদের ফুল, খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.