মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)র কুমিল্লা জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম মানিককের নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত লাকসামের দুর্গম এলাকা রামার বাগ গ্রামে প্রায় দুই থেকে ৩০০ পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করেন।
অন্যান্য যারা উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মেম্বার (প্রাক্তন) জামাল উদ্দিন, মানবাধিকার কর্মী মোঃ লিটন, মানবাধিকার কর্মী
সাইফুল ইসলাম, সমাজকর্মি রামারবাঘ
ইমাম হোসেন,সমাজকর্মী রাামারবাঘ
মো:রিপন হোসেন ,সমাজকর্মী রাামারবাঘ প্রমূখ
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.