https://youtu.be/t28BrF9QRQc
কুমিল্লার লাকসামে পুলিশের বিশেষ পৃথক অভিযানে মাটির নিচ থেকে ১০৯ লিটার ছোলাই মদসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ৷
অপর এক অভিযানে ৪০০ গ্রাম গাঁজা সহ এক জনকে গ্রেফতার করে৷
পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার (৫ আগষ্ট) থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার ঠেঙ্গার পাড় এলাকা থেকে ফরিদ মিয়ার ছেলে অহিদুর রহমানকে (৪০) ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ খানের নেতৃত্বে পৌরশহরের জেলে পাড়া এলাকায় মাটির নিচ থেকে থেকে ১০৯ লিটার ছোলাই মদ উদ্ধার করে৷ এ সময় খোকন রবিদাস (৩৫) ও রাজিব রবি দাস (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.