লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামের শ্রীয়াং আলহাজ ছিদ্দিকুর রহমান হাই স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আলহাজ ছিদ্দিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে অতিমারী করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত একশ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) লাকসাম পৌর শহর ও শ্রীয়াং-কালিয়াপুর গ্রামে এসব বিতরণ করা হয়। মরহুমের ছেলে আমেরিকা প্রবাসী ড. শামসুল হক. ডাঃ এনামুল হক, ডাঃ নাছিরুল হক এবং লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হকের উদ্যোগে করোণা মহামারীকালে ষষ্ঠ দফায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.