লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসামে খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগ ও সার্বিক সহায়তায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় কেমতলী পূর্বপাড়া পুরাতন মসজিদ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। তিনি বলেন, ধর্ম অনুযায়ী নাবালিকা মেয়েদের বিয়েতে অভিভাবকের সম্মতি এবং সাবালিকা মেয়েদের ক্ষেত্রে তাদের নিজস্ব মতামতের গুরুত্ব দেওয়া হয়েছে। বাল্যবিবাহ মানেই মেয়েদের আইনগত অধিকার হারানো, তাই এ বিষয়ে সমাজের দায়িত্বশীলদের পাশাপাশি কাজী ও আলেমদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। মাদকের প্রসঙ্গে তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা মাদকাসক্তদের বিষয়ে তথ্য দিলেই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। মাদক শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের জন্য ভয়াবহ হুমকি, তাই সকলকে এর বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম, লাকসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, কৃষি অফিসার মোঃ আল আমিন, লাকসাম থানার এসআই শাহরিয়ার নাফিজ এবং খুন্তা এওতদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ নাজমুল হক (মিঠু)। এসময় খুন্তা ফাউন্ডেশনের সহসভাপতি শাহ নূর রনি বলেন, অপরাধীরা যত শক্তিশালী ভাব দেখাক না কেন, তারা আসলে দুর্বল। সমাজ একসাথে সাহসিকতার সঙ্গে দাঁড়ালে সহজেই তাদের নির্মূল করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ হাম্মদ শাহজাহান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাল্যবিবাহ ও মাদক সমাজের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এই ব্যাধি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.