সেলিম চৌধুরী হীরাঃ
দেশীয় মাছ রক্ষা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে লাকসামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় রাজঘাট ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। এসময় নিজেই নৌকা নিয়ে নদীতে নেমে অবৈধ ভেশাল জাল অপসারণ করতে দেখা যায় তাঁকে। ইউএনও কাউছার হামিদ বলেন, অবৈধ ভেশাল জাল পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং দেশীয় মাছের প্রজনন ব্যাহত করছে। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, স্থানীয় জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছ রক্ষা পায়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নদীর ওই অংশে ভেশাল জাল বসানো থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.