মোঃ আবুল কালাম, লাকসাম:
লাকসাম পৌরসভার উত্তর পশ্চিম গাঁও চৌরাস্তা (আমুদা) এলাকায় নূরে মদিনা জামে মসজিদের পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। জুম্মাবার আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মসজিদের খতিব মাওলানা ওয়াহিদ উল্লাহ, ভূমীদাতা হাজী আবদুল হাকিম, ভূমীদাতা ও সভাপতি হাজী মোঃ সেলিম মীর, সহ-সভাপতি মিজানুর রহমান, হুমায়ুন কবির, কামরুল হায়দার, সাধারন সম্পাদক সেলিম চৌধুরী, ওবায়েদ উল্ল্যাহ হান্নান, হাছান আহমেদ, জামাল, ওহিদ উল্লাহ, কাউসার আহমেদ, আবদুল মালেক, আবদুল খালেক, শামীম, বাবুল, রানা, মীর হোসেন মন্টু, আজাদ হোসেনসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। এ নির্মান কাজে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.