লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাকসামে শোকর্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বিএন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান রিয়াদ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছিলেন এক অনন্য সমাজ সংস্কারক, যিনি নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর জীবনাদর্শ আজও আমাদের অনুপ্রেরণার উৎস। নারী শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.