লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় এমরান হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে লাকসাম চট্টগ্রাম রেলপথের লাকসাম এতিমখানা রোডের রেলক্রসিং এর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তর লাকসাম রেলক্রসিং এর পাশে রেললাইনে উপর মোবাইল ফোনে কথা বলতে বলতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী মালবাহী কনট্রেইনার ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ওই যুবক।
ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতাল সূত্রে জানাযায়, ট্রেনে ধাক্কায় মৃত ওই যুবকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.