সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
লাকসাম উপজেলায় খোলা বাজারে পেট্রোল ও অকটেন সরকার নির্ধারিত মূল্যের তুলনায় লিটারপ্রতি ১২ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ভোক্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সরকারি গেজেট অনুযায়ী ২০২৫ সালের ১ জুন থেকে নির্ধারিত দাম হচ্ছে: পেট্রোল প্রতি লিটার ১১৮ টাকা হলেও স্থান ভেদে বিক্রয় হচ্ছে ১২৫-১৩০ টাকা, অকটেন প্রতি লিটার ১২২ টাকা হলেও স্থান ভেদে বিক্রয় হচ্ছে ১৩০-৩৫, ডিজেল প্রতি লিটার ১০২ টাকা ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা৷
কিন্তু বাস্তবে লাকসামের বিভিন্ন বাজার ও সড়কের পাশের দোকানগুলোতে পেট্রোল প্রতি লিটার স্থান ভেদে বিক্রয় হচ্ছে ১২৫-১৩০ টাকা, অকটেন প্রতি লিটার স্থান ভেদে বিক্রয় হচ্ছে ১৩০-৩৫ টাকা৷ একইসঙ্গে পরিমাপে কারচুপির অভিযোগও রয়েছে। অভিযোগ অনুসারে, ৯০০ মিলিলিটারের বোতলে তেল ভরে তা এক লিটার হিসেবে বিক্রি করা হয়।
ভুক্তভোগী একাধিক ক্রেতা জানান, অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের অবহিত করা হলেও তারা কর্ণপাত করছেন না। কেউ কেউ অভিযোগ করেছেন, এ বিষয়ে কথা বললে উল্টো বিরূপ আচরণের সম্মুখীন হতে হয়।
একজন ক্রেতা বলেন,
প্রতিদিন ২৫-২০ টাকা করে বাড়তি দাম গুণতে হচ্ছে। মাস শেষে এই অতিরিক্ত ব্যয় আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়।
এ অবস্থায় সচেতন ভোক্তারা বাজারে সরেজমিন তদন্ত ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি থাকলে এই ধরনের অনিয়ম বন্ধ হবে।
স্থানীয়দের বক্তব্য, ভোক্তা অধিকার সংরক্ষণে বাজারে নিয়মিত নজরদারি থাকা প্রয়োজন, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.