বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কুমিল্লার লাকসামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে লাকসাম ফ্লাওয়ার মিল সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী আমির হোসেন, হাজী মনিরুজ্জামান, পীরজাদা সৈয়দ মো. শাহাষাত হোসেন, শ্রমিক দল নেতা সেলিম, উপজেলা যুবদল নেতা মো. জাহিদুল ইসলাম, মো. খসরু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির আয়োজকরা জানান, দলীয় নেত্রীর দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.