লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে “কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম ভূঁইয়া, লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ।
কৃষিবিদ মোঃ আজিজুর রহমান বলেন, বাংলাদেশ এখন দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন। এই প্রকল্পের মাধ্যমে যারা প্রদর্শনী পাচ্ছেন, তারা বিষমুক্ত সবজি উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি।
মোঃ আল-আমিন বলেন, শৈত্য প্রবাহের সময় বীজতলায় দেড় থেকে দুই ইঞ্চি পানি রাখতে হবে। অতিরিক্ত শৈত্যপ্রবাহে পুরনো পানি পরিবর্তন করে নতুন পানি দিতে হবে। সম্ভব হলে টিউবওয়েলের পানি ব্যবহার করা উত্তম। জৈব সার উৎপাদন পদ্ধতি, কোকো ডাস্ট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন, ভাসমান বেডে সবজি চাষ, সরিষা ও মাসকলাই চাষের আধুনিক কলাকৌশল, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সবজি উৎপাদন কৌশল সকলকে জেনে রাখতে হবে।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক-কৃষাণীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.